ফরিদপুরে দ্রুত বিচার আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রাজিব হোসেন রিহাদকে (৩৫) গ্রেফতার করেছে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ।
১৪ নভেম্বর, বৃহস্পতিবার ভোরে রাজবাড়ী জেলা সদর থেকে তাকে আটক করা হয়। আর এদিন দুপুরে আদালতের মাধ্যমে রিহাদকে কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, রাজিব হোসেন রিহাদ ফরিদপুর সদরের ভাজনডাঙ্গা এলাকার কাদের শেখের ছেলে। রিহাদ ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের অনুসারী ছিলেন। রাজিব হোসেন রিহাদ ফরিদপুরের রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারীর কর্মকর্তা এস আই ফাহিম ফয়সাল।
তিনি বলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু গত ২৫ সেপ্টেম্বর ৩০ জনের নাম উল্লেখ করে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলার ১৬ নং আসামি রিহাদ। গোপন তথ্যের মাধ্যমে রাজবাড়ি সদর থেকে ভোর সাড়ে ৬টায় তাকে ওই মামলায় গ্রেফতার করা হয়। পরে দুপুরে রিহাদকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তিনি আরও বলেন, এই মামলার অন্য আসামিদেরও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
মামলার বাদী মো. মোজাম্মেল হোসেন মিঠু বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে ফরিদপুরের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা ত্রাস সৃষ্টি করে রেখেছিল। জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠুসহ একাধিক ছাত্রলীগ যুবলীগের নেতারা আমার কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় আমার ওপরে শারীরিক নির্যাতন ও মারপিট করে।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]