বাগেরহাটের মোরেলগঞ্জে মায়ের সাথে অভিমান করে নিখোঁজ হওয়া দুই ভাই-বোনের সন্ধান মেলেনি একদিন পরেও। ১৩ নভেম্বর, বুধবার সকাল ৭টার দিকে মায়ের বকুনি খেয়ে অভিমান করে বাড়ি ছাড়ে রুমা আক্তার (১২) ও রবিউল ইসলাম (৫) নামে আপন দুই ভাই-বোন।
তারা বলইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রামের মৎস্যজীবী মো. রিয়াজুল ইসলাম ও চম্পা বেগমের সন্তান।
১৪ নভেম্বর, বৃহস্পতিবার সকাল থেকে সন্তানদের সন্ধানে মাইক নিয়ে বিভিন্ন এলাকায় হন্যে হয়ে খুঁজে ফিরছেন তাদের মা চম্পা বেগম।
চম্পা বেগম বলেন, ছেলে-মেয়েদেরকে বকা দেওয়ায় তারা বুধবার বেলা ৭টার দিকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপরে আর বাড়ি ফিরে আসেনি।
তিনি বলেন, সন্তানদের বাবা রিয়াজুল ইসলাম জীবিকার তাগিদে মাছ ধরা ট্রলারে সমুদ্রে অবস্থান করছেন। এ বিষয়ে থানায় লিখিতভাবে অবহিত করা হয়েছে।
থানার ওসি (তদন্ত) কেএম শওকত হোসেন জানিয়েছেন, দুই ভাই-বোন নিখোঁজের ঘটনায় অফিসার নিয়োগ করা হয়েছে।
বিবার্তা/রাজু/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]