গাইবান্ধায় ভাত খাওয়াকে কেন্দ্র করে পারিবারিক কলহে ছোট ভাইয়ের হাতে বড় ভাই শহিদুল ইসলাম খুনের মামলায় অভিযুক্ত ছোট ভাই আরিফ বিল্লাহকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ২০২১ সালের ১৬ নভেম্বর জেলার সাদুল্যাপুর উপজেলার হাসানপাড়ায় এ ঘটনা ঘটে। দীর্ঘ শুনানি শেষে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ১ম আদালতের বিচারক আতিকুর রহমান ১৪ নভেম্বর, বৃহস্পতিবার এ রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এড. নিরঞ্জন কুমার ঘোষ সাংবাদিকদের নিকট এ রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষের আইনজীবী এড. আবু আলা সিদ্দিকুল ইসলাম রিপু অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৬ নভেম্বর জেলার সাদুল্যাপুর উপজেলার হাসানপাড়ায় পারিবারিক কলহের জেরে সামান্য ভাত খাওয়াকে কেন্দ্র করে ছোট ভাই আরিফ বিল্লাহ ও মা হামিদা বেগমের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই রাইস কুকারে লাথি মারলে উপরের অংশ ভেঙ্গে যায়। পরে বড় ভাই শহিদুল ইসলাম ছোট ভাইয়ের কাছে রাইস কুকার ভাঙার বিষয়ে জানতে চাইলে ছোট ভাই আরিফ বিল্লাহ উত্তেজিত হয়ে বারান্দায় থাকা কাঠের বাটাম দিয়ে বড় ভাই শহিদুল ইসলামের মাথায় আঘাত করে। এতে বড় ভাই শহিদুল ইসলাম গুরুতর আহত হয়। স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একদিন পর তিনি মৃত্যুবরণ করেন।
এঘটনায় শহিদুল ইসলামের স্ত্রী তাসফুরা আক্তার বাদী হয়ে ২০২১ সালের ২০ নভেম্বরে সাদুল্যাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় নিহত ও দণ্ডপ্রাপ্ত আসামীর বাবা ও মাসহ মোট ২০ জন সাক্ষী ছিলেন।
বিবার্তা/খালেক/রোমেল/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]