বালিয়াকান্দিতে
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় ১০ হাজার টাকা জরিমানা
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ১৭:৩৫
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় ১০ হাজার টাকা জরিমানা
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও একই তেল বারবার ব্যবহারের দায়ে 'মা রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার' কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


১৪ নভেম্বর, বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে বালিয়াকান্দি শহরের এই রেস্টুরেন্টকে এ জরিমানা করা হয়।


অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: হাসিবুল হাসান। এ সময় নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান, সহকারী কমিশনার ভূমি মো: তৌহিদুল ইসলাম বারি, বালিয়াকান্দি থানার এস আই সুকদেব সহ ফোর্স উপস্থিত ছিল।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: হাসিবুল হাসান বলেন, নিরাপদ খাদ্য অভিযানের অংশ হিসেবে শহরের দুইটি হোটেল ও স্থানীয় বাজার থেকে হলুদ, মরিচের গুঁড়ো, বেকারি থেকে পাউরুটি, কাঁচা বাজার থেকে পটল নিয়ে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের মাধ্যমে পরীক্ষা করা হয়। পরীক্ষায় হলুদ, মরিচের গুড়া ও পাউরুটিতে ভেজাল কিছু পাওয়া যায় নাই। তবে মা রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডারের খাবার তৈরির স্থান অপরিষ্কার ও একই তেল একাধিক বার ব্যবহার করা হয়েছে। যার ফলে মা রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


উল্লেখ্য, জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে উক্ত ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারটির মাধ্যমে প্রতি মাসে একদিন ঢাকা বিভাগের প্রতিজেলায় ভ্রমণ করে খাদ্য নমুনা পরীক্ষা করা হবে।


বিবার্তা/মিঠুন/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com