ফেনীর মহিপালে ছাত্রহত্যার ঘটনায় দুই আওয়ামী লীগ নেতা ও এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, জেলা আ'লীগের যুব ও ক্রীড়া সম্পাদক পৌর কাউন্সিলর আমির হোসেন বাহার, সোনাগাজী উপজেলা আ'লীগের মহিলা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান উম্মে রুমা এবং জেলা যুবলীগের সদস্য এখলাছ উদ্দিন খোন্দকার।
১৪ নভেম্বর, বৃহস্পতিবার বিকেলে ধৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফেনী থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা।
জানা গেছে, ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট ফেনীর মহিপালে আ'লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গুলিবর্ষণে আটজন নিহত হয়। এ ঘটনায় ৮টি হত্যা মামলাসহ ১৬ টি মামলা হয়। ঘটনার পরদিন থেকে পলাতক ছিলেন জেলা আ'লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও ফেনী পৌরসভার ১৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমির হোসেন বাহার। বুধবার রাতে তাকে ঢাকার একটি হোটেল থেকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে বৃহস্পতিবার সকালে সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে সোনাগাজী উপজেলা আ'লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান উম্মে রুমাকে গ্রেফতার করে সোনাগাজী মডেল থানার ওসি কামরুজ্জামান।
উম্মে রুমা জানান, তার নামে কোন মামলা নেই। ধরে এনে মামলা দেয়া হচ্ছে বলে জানান তিনি। এছাড়া, দুপুরে শহরের মহিপাল এলাকা থেকে জেলা যুবলীগের সদস্য এখলাছ উদ্দিন খোন্দকারকে গ্রেফতার করে পুলিশ।
ফেনী থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ধৃতদের মধ্যে কাউন্সিলর বাহারকে আটটি হত্যা মামলা ও বাকি দুজনকে ফেনী থানার দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন, ছাত্রহত্যার আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান চলছে।
বিবার্তা/মনির/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]