হাকিমপুরে ইসলামি আদর্শ পাঠাগারের উদ্বোধন
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ১৪:২২
হাকিমপুরে ইসলামি আদর্শ পাঠাগারের উদ্বোধন
প্রিন্ট অ-অ+

সমাজকল্যাণমূলক কাজের মাধ্যমে দেশে ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চাই, বলেছেন দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা জামায়াতের সেক্রেটারি মো. সাইদুল ইসলাম সৈকত।


বুধবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার আলিহাট ইউনিয়নে ধাওয়ানশীপুর গ্রামে ইসলামী আদর্শ পাঠাগারের শুভ উদ্বোধন করেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. সাইদুল ইসলাম সৈকত।


এসময় তিনি বলেন, অত্র এলাকার সমাজ পরিবর্তনের একটি প্রতিশ্রুতিশীল সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান হবে এই পাঠাগার। এর মূল লক্ষ্য হচ্ছে এই পাঠাগার প্রতিষ্ঠানের মধ্য দিয়ে এলাকার যুব সমাজকে বই পড়ার মনোযোগী করে গড়ে তোলা, আর যুব সমাজকে নৈতিক ভাবে গড়ে তুলবে ও সমাজ কল্যাণমূলক কাজের মাধ্যমে আমরা দেশে একটি ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাও. মো. রমজান বলেন, শ্রমিক মেহনতি মানুষকে বাদ দিয়ে কোন দেশ উন্নতি করতে পারে না। কারণ এই দেশকে সাজাতে শ্রমিকের ঘাম প্রতিটি জায়গায় লেগে রয়েছে, রাস্তাঘাট, কল কারখানা,অফিস আদালতের বিল্ডিং শ্রমিকরা করে, কিন্তু শ্রমিকরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। অধিকার থেকে বঞ্চিত, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ছায়াতলে এসে, ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মধ্য দিয়ে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করা আহ্বান করেন।


এরপর বিশেষ অতিথি হিসেবে উপজেলা জামায়াতের আমির মো. আমিনুল ইসলাম বলেন, যতক্ষন পর্যন্ত না আমাদের চেষ্টার সমন্বয় সেই আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার নির্ধারিত পন্থায় না হচ্ছে ততক্ষন অবধি আমরা সঠিক স্থানে উত্তীর্ণ হতে সক্ষম হবো না। সুতরাং সেই লক্ষ্যে পৌঁছতে মুমিন জীবনের সকল প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আমরা বিশ্বাস করি শুধুমাত্র অর্থের অভাবেই কেবল দেশে মানুষ সংকটে পড়ে গিয়েছে এমনটি নয়। বরং দুর্নীতিগ্রস্থ মানুষের অন্যায় জুলুমের ফলে আজ সকল মানুষের জীবন যাপনে নেতিবাচক প্রভাব পড়েছে।


আলহাজ আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আলীহাট ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আব্দুল মান্নান, আলিহাট ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বুলবুল আহমেদ (মাষ্টার), আলিহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইমরান হোসেন, অধ্যাপক শহিদুল ইসলামসহ আরও অনেকে।


দ্বিতীয় অধিবেশনের দিনাজপুর প্রতিধ্বনির শিল্পপৃষ্ঠের পরিবেশনায় মনোমুগ্ধকর মনোগ্য সংস্কৃতি পরিবেশিত হয়।


বিবার্তা/রববানী/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com