সোমবার (১১ নভেম্বর) যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকা থেকে ১ দিন বয়সী মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
সেইসাথে, মঙ্গলবার (১২ নভেম্বর) সকালের দিকে যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের নিচ থেকে ১ দিন বয়সী ছেলে নবজাতকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সকাল ৯টার দিকে সায়দাবাদ মেয়ের হানিফ ফ্লাইওভারের নিচে পিলারের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) ফকরুল হাসান ফারুক জানান, আজ সকালের দিকে আমারা খবর পেয়ে সায়দাবাদ ফ্লাইওভারের নিচ থেকে ওই পুরুষ নবজাতকের মরদেহটি একটি সাদা ওড়না দিয়ে মোড়ানো অবস্থায় দেখতে পেয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে কোন হাসপাতাল বা বাসা বাড়ি থেকে কেউ মৃত অবস্থায় মরদেহটি ফেলে রেখে গেছে। বিষয়টি আমারা তদন্ত করে দেখছি।
অপর দিকে যাত্রাবাড়ী কলাপট্টি এলাকার একটি গলি থেকে নবজাতকের উদ্ধার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। রবিবার রাত একটার দিকে মরদেহ উদ্ধার করে সোমবার দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ইফাদ আহম্মেদ জানান, আমরা রাতে খবর পেয়ে যাত্রাবাড়ী কলা পট্টির একটি গলির ডাস্টবিন থেকে নবজাতকটির মরদেহ উদ্ধার করি। পরে প্রক্রিয়া আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিবার্তা/বুলবুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]