চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকার কর্ণফুলী মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট যোগ দিয়েছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
রাত ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে আশপাশের ভবনেও আগুন ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে জানিয়েছে স্থানীয়রা।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে বায়েজিদ স্টেশনের একটি ইউনিট কাজ করছে। আরও একটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]