সুন্দরবন সংলগ্ন ঠাকুরবাড়ী ঘাট এলাকা থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড গুলিসহ আসাবুর বাহিনী প্রধান আসাবুরসহ দুই জলদস্যুকে আটক করেছেন কোস্ট গার্ড।
কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার মো. শামসুল আরেফীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১২ নভেম্বর, মঙ্গলবার দুপুরে সুন্দরবন সংলগ্ন খুলনার দাকোপ উপজেলার ঠাকুরবাড়ী ঘাট এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।
এ সময় ওই এলাকা থেকে দুর্ধর্ষ জলদস্যু আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা (৪২) ও তার সহযোগী মো. আলমগীর মীর (২৮) কে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২টি একনালা বন্দুক ও ৪ রাউন্ড তাজা গুলি।
আটক আসাবুর দীর্ঘদিন ধরে সুন্দরবনের জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ আটককৃতদের খুলনার দাকোপ থানা পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আটক জলদস্যুরা খুলনা জেলার দাকোপ উপজেলার সুতারখালী গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে দাকোপ থানায় ১টি অস্ত্র মামলা ও ২টি ডাকাতির মামলা রয়েছে বলেও জানায় কোস্ট গার্ড।
বিবার্তা/জাহিদ/রোমেল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]