ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা পুলিশের এক বিশেষ অভিযানে চোরাই সিএনজি উদ্ধারসহ ১ জন চোর গ্রেফতার করা হয়েছে।
১২ নভেম্বর, মঙ্গলবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা পুলিশের এক বিশেষ অভিযানে সিএনজি উদ্ধারসহ চোরকে গ্রেফতার করা হয়। এসআই (নিরস্ত্র) মো. নিজাম উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
চুরি যাওয়া সিএনজি উদ্ধারের জন্য নবীনগর থানা পুলিশ অভিযান পরিচালনা করে স্থানীয় লোকজনের সহায়তায় চোরাই সিএনজি উদ্ধারসহ ১ জন চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মো. আইনুল হক (৩৪) নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।
উল্লেখিত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিবার্তা/আকঞ্জি/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]