রাজবাড়ীর পাংশায় ইঁদুর মারা ট্যাবলেট খেয়ে মোছা. আকলিমা খাতুন (১৫) নামের দশম শ্রেণির এক স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
১২ নভেম্বর, মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন।
নিহত স্কুল ছাত্রী আকলিমা খাতুন উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর গ্রামের আকমল মন্ডলের কন্যা। সে হাবাসপুর কে. রাজ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল৷
তিনি জানান, গতকাল সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত ২ টার দিকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সংবাদ পাই। বিষপানে একজন স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।
জানা গেছে, গতকাল মেয়েটির এসএসসি টেস্ট পরীক্ষা ছিল। পরীক্ষা ভালো না হওয়ায় মা-বাবা রাগ করে। এ অভিমানে মেয়েটি ইঁদুর মারার ট্যাবলেট খায়।
নিহত স্কুল ছাত্রীর পিতা আকমল মন্ডল জানান, আমার মেয়ে এবার এসএসসি পরিক্ষার্থী। গতকাল সোমবার তার শেষ টেস্ট পরিক্ষা দিয়ে বাড়িতে আসে। রাতে ৯ টার দিকে ইদুর মারা ট্যাবলেট খায়। পরে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। রাত দেরটার দিকে মারা যায়। তার দাবি মেয়ে আকলিমার মাথায় সমস্যা ছিল। এ জন্য ইদুর মারা ট্যাবলেট খেয়েছিল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. দেলোয়ার হোসেন বলেন, রাত ৯:২৪ মিনিটে আকলিমা খাতুনকে হাসপাতালে আনে তার পরিবারের লোকজন। তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করে আকলিমাকে হাসপাতালে ভর্তি রাখা হয়। তার অবস্থা আশঙ্কাজনক ছিল। রাত ১:৪০ মিনিটের দিকে আকলিমা মারা যায়।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ রাজবাড়ী মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বিবার্তা/মিঠুন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]