অভিনব কায়দায় পিকআপ ভ্যানের বডির ভেতরে গোপন প্রকোষ্ঠ বানিয়ে গাঁজা পরিবহন করার সময় দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ৪০ কেজি গাঁজাসহ মাদক বহনকারী পিকআপটি জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) মধ্যরাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার তৈলকুপি এলাকায় তাদের আটক করে র্যাব-১১।
আটককৃতরা হলেন, কুমিল্লা বুড়িচং উপজেলার মিরপুর গ্রামের জাকির হোসেনের ছেলে হৃদয় (১৯) এবং মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার ধীরপুর গ্রামের আবুল কাশেমের ছেলে
মোহসীন (৫৮)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য আসে একটি পিকআপের বডির ভেতরে প্রকোষ্ঠ বানিয়ে মাদকের চালান যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে কুমিল্লা সদর উপজেলার তৈলকুপি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পিকআপের বডির ভেতরে প্রকোষ্ঠ তৈরি করে মাদক সাজিয়ে নিয়ে যাচ্ছিল এ ব্যবসায়ীরা। পরে তাদের আটক করা হয়।
এ বিষয়ে কুমিল্লা-১১ সিপিসি-২ কোম্পানির অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান বলেন, আটকরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ক্রয় করে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করতো। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কোতোয়ালি থানায় পাঠানো হয়েছে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]