বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত মেধাবী শিক্ষার্থী মো. সাগর হোসেনের (২১) পরিবারের সঙ্গে দেখা করেছেন রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১২টার দিকে জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের টাকাপোড়া শহীদ সাগরের বাড়িতে যান তিনি।
এসময় জেলা প্রশাসক শহীদ সাগরের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সাথে কথা বলেন। পরে জেলা প্রশাসক নগদ ২০ হাজার টাকা এবং সাগরের মা-বাবা ও বোনের জন্য উপহার সামগ্রী তাদের হাতে তুলে দেন।
জেলা প্রশাসককে কাছে পেয়ে সাগরের পরিবার অভিব্যক্তি প্রকাশ করে বলেন, ডিসি মহোদয় আজ এসেছিলেন আমাদের বাড়িতে। উনি আমাদের যে কোন দরকারে উনাকে জানাতে বলেছেন এবং পাশে থাকার ওয়াদা করেছেন। আমরা সাগরের কবরস্থানের চারদিকে বাউন্ডারী ওয়াল করার দাবি জানিয়েছি ডিসি স্যারের কাছে। তিনি বিষয়টি দ্রুত বিবেচনার আশ্বাস দিয়েছেন।
এ সময় বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. হাসিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি, সহকারী কমিশনার অংকন পাল ও বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল উদ্দিন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নিহত মো. সাগর হোসেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের টাকাপোড়া গ্রামের কৃষক মো. তোফাজ্জল হোসেনের ছেলে। সে ঢাকার মিরপুর সরকারি বাংলা কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র ছিলেন। গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর-১০ থেকে আন্দোলন ঘিরে হওয়ায় সংঘর্ষে মাথায় গুলিবিদ্ধ হন সাগর। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে মিরপুর আজমল মেডিকেল হসপিটালে নিয়ে যায়। তবে হসপিটালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
বিবার্তা/মিঠুন/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]