পঞ্চগড়ের মৈত্রী চা কারখানাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ২২:১২
পঞ্চগড়ের মৈত্রী চা কারখানাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ে চায়ের সিন্ডিকেট বন্ধ করাসহ চা শিল্পকে রক্ষা করতে এবার কঠোর অবস্থানে জেলা প্রশাসন। শর্ত না মানা ও মিথ্যে তথ্য দেয়ায় পঞ্চগড়ের মৈত্রী টি ইন্ডাস্ট্রিজকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।


৭ নভেম্বর, বৃহস্পতিবার বিকেলে ওই চা কারখানাটিতে অভিযান চালিয়ে এই অর্থদণ্ড প্রদান করা হয়।


অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক। এসময় সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যসহ চা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


চা বোর্ড সূত্রে জানা যায়, পঞ্চগড়ের চা শিল্পের সংকট দূর করে চা শিল্প এগিয়ে নিতে জেলা প্রশাসক সাবেত আলীর উদ্যোগে গত দুই মাসে চার বার চা সংশ্লিষ্ট সকলকে নিয়ে সভা করে সর্বসম্মতিতে চায়ের সর্বনিম্ন দর প্রতি কেজি ১৭ টাকা নির্ধারণসহ বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে এই সিদ্ধান্তগুলো মানা হচ্ছে কিনা তা তদারকি করার জন্য মনিটরিং টিমও গঠন করা হয়। কিন্তু তারপরও কিছু কারখানা মালিক নিয়মনীতি না মেনে খেয়াল খুশি মতো চা পাতা ক্রয়-বিক্রয় করে আসছিলেন।


চাষিদের এমন অভিযোগের ভিত্তিতে আজ বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় জেলা শহরের সুরিভিটা হেলিপ্যাড এলাকায় মৈত্রী টি ইন্ডাস্ট্রিজে অভিযান চালায় জেলা প্রশাসন। কারখানাটিতে চাষিদের ন্যায্যমূল্য না দেয়া, চাষিদের চায়ের ওজন থেকে ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাদ দিয়ে দাম দেয়া ও মিথ্যে তথ্য দেয়ার অভিযোগের সত্যতা পায় তারা। পরে কারখানা মালিককে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান হয়। কারখানা কর্তৃপক্ষ জরিমানার টাকা পরিশোধ করেন।


পঞ্চগড় চা বোর্ডের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন বলেন, যে সকল ফ্যাক্টরি মালিক সিদ্ধান্ত মানবে না, নিয়মনীতি মানবে না, এবং চাষিদের ন্যায্যমূল্য দিবে না তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেয়া হবে। আজ মৈত্রী চা কারখানায় অনিয়ম খুঁজে পাওয়ায় তাদের জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নেতৃত্বে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


বিবার্তা/গোফরান/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com