ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামী লীগের এক নেতার বহুতল ভবনে অসামাজিক কার্যকলাপের অভিযোগে পাঁচ তরুণীসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ৬ নভেম্বর, বুধবার দিনগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের হালাদারপাড়ায় বহুতল ভবনটিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
৭ নভেম্বর, বৃহস্পতিবার বিকেলে সদর মডেল থানার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন- ফারহানা আক্তার (২১), বিউটি খানম (৩০), সীমা আক্তার (২৪), আবেদা সেনথি (২৮), রুমা আক্তার (১৯), শুভ (২৬), রিফাত (২৬) ও হৃদয় (২১)। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, হবিগঞ্জ ও নড়াইলে।
বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সম্পাদক শেখ মো. আনারের মালিকানাধীন শহরের হালদারপাড়ার একটি বহুতল ভবনে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজ পরিচালিত হয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১২টার দিকে ওই ভবনে অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে পাঁচজন তরুণী রয়েছেন। তারা পুলিশের কাছে তাদের কৃতকর্মের কথা স্বীকার করেছেন।
বিবার্তা/আকঞ্জি/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]