কুষ্টিয়ার দৌলতপুরে ফিল্মি স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর টাকা, স্ত্রীর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাইয়ের মামলায় রাকিবুল ইসলাম রাখি (৩৫) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-১২ কুষ্টিয়া।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর ২টার সময় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার খন্দকার গোলাম মোর্ত্তুজা।
এর আগে, বুধবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৯ টার সময় কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আবেদের ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে এলিট ফোর্স র্যাব।
আটক রাকিবুল ইসলাম রাখি দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের হাফিজুল সরদারের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই, মাদক, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা চলমান আছে। রাখি মাদক ও অস্ত্র কারবারের সাথে জড়িত। এছাড়াও দৌলতপুরের চরাঞ্চলে তিনি নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত।
উল্লেখ্য, গত শনিবার (০২ নভেম্বর) রাত সাড়ে ৯টার সময় দৌলতপুর উপজেলার লতিফ মোড় (মানিকদিয়াড়) এলাকায় ফিল্মি স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে জিম পোল্ট্রি কমপ্লেক্সের মালিক নুরুল ইসলামের হাতে থাকা টাকার ব্যাগ ও মোবাইল ছিনতাই করা হয়। সেই ব্যাগে ৪ লাখ ৮৭ হাজার টাকা ও ৫২ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন ছিল। এছাড়াও ব্যবসায়ীর স্ত্রীর স্বর্ণের একটি চেইন ছিনতাই করে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যপক ভাইরাল হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে গত ৫ নভেম্বর দৌলতপুর থানায় একটি মামলা করেন।
ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী নূরুল ইসলাম দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের মানিকদিয়াড় গ্রামে মৃত শের আলীর ছেলে।
র্যাব জানায়, গত ২ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ মডেল মসজিদ সংলগ্ন নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসার নগদ টাকা ব্যাগে ভরে মোটরসাইকেলে করে বাড়িতে রওনা হন ব্যবসায়ী নূরুল ইসলাম। বাড়ি পৌঁছানো মাত্রই দুটি মোটরসাইকেলে করে ছয়জন হেলমেট পরা সশস্ত্র ছিনতাইকারীর মধ্যে তিনজন তার বাড়ির ভেতর প্রবেশ করে এবং তিনজন ছিনতাইকারী বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকে। এ সময় বাড়ির ভেতর প্রবেশ করা তিনজন নুরুল ইসলামের হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। টাকার ব্যাগটি দিতে না চাইলে নুরুলের শরীরে পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগ ও তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। ছিনতাইকারীদের সঙ্গে ব্যবসায়ী নূরুল ইসলামের টানা হেঁচড়া ও চিৎকার শুনে তার বড় মেয়ে ও স্ত্রী ছুটে এলে স্ত্রীর গলায় থাকা স্বর্ণের একটি চেইনও ছিনিয়ে নিয়ে নির্বিঘ্নে ঘটনাস্থল ত্যাগ করে ছিনতাইকারীরা।
বিবার্তা/তুহিন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]