ফেনীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ১৭:৫৪
ফেনীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীর সোনাগাজীতে ছেরাজুল হক সবুজ (৪০) নামে এক যুবলীগ নেতাকে নির্মমভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহতাবস্থায় রাতেই ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, ধারালো অস্ত্রের আঘাতে দুই পা ও এক হাতে হাড়ভাঙা জখম হয়েছে।


৭ নভেম্বর, বুধবার রাতে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাজারী বাড়িতে এ ঘটনা ঘটে।


আহতের পরিবার ও স্থানীয়রা জানায়, বুধবার (৬ নভেম্বর) রাতে সমপুরের হাবিবুর রহমানের ছেলে যুবদল নেতা রাসেলের নেতৃত্বে কয়েকজন যুবদলকর্মী উত্তর মঙ্গলকান্দি গ্রামের হাজারী বাড়িতে যুবলীগ নেতা ছেরাজুল হক সবুজের উপর হামলা চালায়। সে ওই বাড়ির ফকির আহম্মদের ছেলে ও মঙ্গলকান্দি ইউনিয়ন যুবলীগের সদস্য। এক পর্যায়ে বাড়ি থেকে পার্শ্ববর্তী পুকুর পাড়ে নির্জনস্থানে নিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। খবর পেয়ে জেলা যুবদলের যুগ্ম সম্পাদক দাউদুল ইসলাম মিনার ঘটনাস্থল থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে একটি গাড়িতে তুলে দেন। প্রথমে সোনাগাজী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান আহত সবুজের ভাই চুট্টু মিয়া।


তিনি বলেন, শুধু রাজনৈতিক কারণে প্রতিপক্ষের অস্ত্রধারী সন্ত্রাসীরা ঘর থেকে তুলে নিয়ে নৃশংসভাবে হত্যা করতে চেয়েছে।


পলাতক হওয়ায় হামলাকারী যুবদল নেতা রাসেলের বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে জেলা যুবদলের যুগ্ম সম্পাদক দাউদুল ইসলাম মিনার জানান, ব্যক্তিগত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।


মঙ্গলকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাদল জানান, বিচারহীনতার কারণে যুবলীগ নেতা সবুজের মত এভাবে আ'লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা করে যাচ্ছে সন্ত্রাসীরা। গত ২ নভেম্বর একইভাবে সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন (৪৫) কে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় কাউকে আটক করেনি আইনশৃঙ্খলা বাহিনী। যার কারণে প্রশ্রয় পাচ্ছে সন্ত্রাসীরা।


সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com