দিনাজপুরের খানসামা উপজেলায় মাদক ও সন্ত্রাস বিরোধী প্রমিলা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জেলা ও জাতীয় পর্যায়ের নারী ফুটবলারদের অংশগ্রহণে এই খেলায় ছিল সকলের বাড়তি আগ্রহ। এদিন নারী-পুরুষ হাজারো দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয় মাঠে মর্ণিং সান ক্লাবের আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, মাদক ও সন্ত্রাসমুক্ত খানসামা উপজেলা গড়তে এবং যুব সমাজকে খেলাধুলায় আগ্রহী করতে এই খেলার আয়োজন করা হয়েছে। সরকারী-বেসরকারী পৃষ্ঠপোষকতা পেলে আগামীতে আরো ব্যাপক পরিসরে আয়োজন করা সম্ভব।
খামারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক, উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান শাহ, উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি বদরুন্নেছা প্রামানিক প্রমুখ৷
বিবার্তা/জামান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]