ডাকাতি মামলায় দলনেতাসহ গ্রেফতার ২
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ১৮:৩২
ডাকাতি মামলায় দলনেতাসহ গ্রেফতার ২
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার সদর পৌরশহরের কাউতলী এলাকা হতে ডাকাতি মামলায় ডাকাত দলের দলনেতাসহ ২ জন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।


গত ৫ আগস্ট বিগত আওয়ামী সরকার পতনের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ নিয়ে কতিপয় অসাধু লোকের কর্মতৎপরতা ও ডাকাতির হার পূর্বের তুলনায় অনেকাংশ বদ্ধি পেয়েছে। এরই অংশ হিসাবে সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন অঞ্চলেও ডাকাতির হার অস্বাভাবিকভাবে বেড়েছে।


তাদেরকে দমনে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল গত ৫ নভেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সদর পৌরশহরের কাউতলী নামক এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত দলের সর্দারসহ ২ জনকে গ্রেফতার করে।


গ্রেফতারকৃত আসামীরা হলেন সায়মন মিয়া (২৪), পিতা- শফিক মিয়া, ভাদুঘর এবং ওমর ফারুক রনি (২০), পিতা-আবুল ফায়েজ, দাতিয়ার, উভয় থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর।


উল্লেখ্য যে, গ্রেফতারকৃতদের মধ্যে ডাকাত দলের সর্দার সায়মন মিয়ার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায় বিভিন্ন অপরাধ সংগঠনের জন্য একাধিক মামলা চলমান রয়েছে।


পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও ডাকাত চক্রদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।


বিবার্তা/আকঞ্জি/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com