লামায় মালিক সমবায় সমিতি লিমিটেডের নব নির্বাচিত তিন উপদেষ্টাকে সংবর্ধনা
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ১৭:৪৭
লামায় মালিক সমবায় সমিতি লিমিটেডের নব নির্বাচিত তিন উপদেষ্টাকে সংবর্ধনা
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবান জেলার লামা উপজেলার ত্রি-হুইলার সিএনজি, অটোরিক্সা ও মাহিন্দ্রা মালিক সমবায় সমিতি লিমিটেডের নব নির্বাচিত তিন উপদেষ্টাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।


৬ নভেম্বর, বুধবার বিকেলে সমিতির পক্ষ থেকে প্রধান উপদেষ্টা সোলতান আকবর মোমিন, উপদেষ্টা নুরুল আবছার ও মুজিবুর রহমান মিলনকে এ সংবর্ধনা দেওয়া হয়।


এ উপলক্ষ্যে সমিতির চেয়ারম্যান পাড়াস্থ কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আবু তাহের মিয়া।


সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সাধন বড়ুয়ার সভাপতিত্বে সংবর্ধনায় অন্যদের মধ্যে পৌর শহর যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, ত্রি-হুইলার সিএনজি, অটোরিক্সা ও মাহিন্দ্রা মালিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ওমর ফারুক ও ক্যাশিয়ার এমরান হোসেন, ত্রি-হুইলার সিএনজি, অটোরিক্সা ও মাহিন্দ্রা শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. নবী, সাধারণ সম্পাদক আবদুল ওহাব ও ক্যাশিয়ার আশ্রাফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/আরমান/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com