কুমিল্লার বুড়িচংয়ের ষোলনল ইউনিয়নে অবস্থিত বুড়বুড়িয়া গ্রামের গোমতির বেড়িবাঁধ নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
উপজেলার বাহেরচর, শ্রীপুর, কিংবাজেহুরা, গোবিন্দপুর, নানুয়ার বাজার, কদমতলী, বেড়াজাল, পূর্বহড়া, মিথিলাপুর, ভরাসার কোশাইয়াম, ভান্তি, বালিখাড়া, খাড়াতাইয়া, শিকারপুর, বুড়িচং সদরসহ গোমতি পাড়ে রয়েছে হাজার হাজার বাসিন্দা। অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানটি দিয়ে বেড়িবাঁধ ভাঙার ফলে উপজেলার ষোলনল ও পীরযাত্রাপুর ইউনিয়নের হাজার হাজার জনগণ এখনও কষ্টে রাস্তায় যাতায়াত করছে।
সরেজমিনে জানা যায়, বেড়িবাধঁ নির্মাণকাজের বিভিন্ন দিক পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের নিয়োজিত বিভিন্ন ব্যক্তিবর্গরা। বেড়িবাধঁ নির্মাণকাজ সম্পন্ন করতে দিন-রাত কাজ চালিয়ে যাচ্ছেন প্রকল্প সংশ্লিষ্টরা।
প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্মাণকাজ সমাপ্ত হতে আরো অন্তত ১ মাস সময় লাগবে। এছাড়া, গত ২৩ সেপ্টেম্বর অন্তর্র্বতীকালীন সরকারের পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা ইয়াছমিন উক্ত বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এ সময় বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার, উপজেলা প্রকৌশলী আলিফ আহমদ অক্ষর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা মাইদুল ইসলাম মুরাদসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এলাকাবাসীর একান্ত চাওয়া পরবর্তী কোনো দুর্ঘটনা ঠেকাতে যত তাড়াতাড়ি সম্ভব গোমতি নদীর বেড়িবাঁধ নির্মাণ করা জরুরি।
উল্লেখ্য, গত ২২ আগস্ট রাত সাড়ে ১১ টা গোমতী নদীর বুড়বুড়িয়া ও বেড়াজালের মধ্যবর্তী স্থান দিয়ে বাঁধভাঙায় স্মরণকালের ভয়াবহ বন্যার পরিস্থিতির সম্মুখীন হতে হয় বুড়িচং উপজেলার জনগণকে। বাঁধ ভাঙ্গার ফলে হুহু করে পানি লোকালয়ে প্রবেশ করে বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলায় স্মরণকালের ভয়াবহ বন্যার সৃষ্টি হয়।
বিবার্তা/আল-মামুন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]