সরাইলে ৩২ জন নদীর জমি ভরাটকারীর বিরুদ্ধে মামলা
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ১৪:৫৯
সরাইলে ৩২ জন নদীর জমি ভরাটকারীর বিরুদ্ধে মামলা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অরুয়াইল বাজার সংলগ্ন তিতাস নদী ও সংযুক্ত খাল ভরাটের অপরাধে ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তর ৩২ জন নদীর জমি ভরাটকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।


৪ নভেম্বর, সোমবার মামলাটি সরাইল থানায় রেকর্ডভুক্ত করা হয়।


ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তর সরাইলের আরুয়াইল বাজার সংলগ্ন তিতাস নদী ও সংযুক্ত খাল ভরাটের অপরাধে সরাইল থানায় বাংলাদেশ এনভাইরেনমেটাল লইয়ার্স এসোসিয়েশন (বলা) এর অভিযোগের প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের পরিদর্শক মা. রাখিবুল হাসান বাদী হয়ে ৩২ জন নদীর জমি ভরাটকারীর বিরুদ্ধে কর বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ঙ)ধারা অনুযায়ী মামলা দায়ের করেন।


পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক নয়ন মিয়া জানান, পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে তার কার্যালয় জিরো টলারেন্স নীতি অনুসরণ করেন এবং জলাধার ভরাটসহ সকল প্রকার দূষণকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণে তিনি সর্বদা তৎপর রয়েছেন।


তিনি আরও জানান, এরূপ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।


বিবার্তা/আকঞ্জি/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com