ফেনীর মহিপালে ছাত্রহত্যার মামলায় সোনাগাজীর চর ছান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বিজয় হাসান (২৫) কে গ্রেফতার করেছে র্যাব -৭। সোমবার (৪ নভেম্বর) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় র্যাব -৭'র মিডিয়া উইং। সে উপজেলার চর ছান্দিয়া গ্রামের আবদুল্লাহ আল মামুনের ছেলে।
র্যাব -৭' জানায়, গত ৪ আগস্ট মহিপালে ছাত্র আন্দোলনের মিছিলে আ'লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গুলিতে চর ছান্দিয়া গ্রামের কলেজছাত্র মাহবুবুল হাসানসহ ৮ জন নিহত হয়। মাহবুব হত্যা মামলায় এজাহারনামীয় আসামি ছাত্রলীগ নেতা বিজয়।
৫ নভেম্বর, মঙ্গলবার বিকালে তাকে ফেনী থানায় হাস্তান্তর করা হয়েছে।
ফেনী মডেল থানার ওসি মর্ম শিংহ ত্রিপুরা বলেন, মাহবুবুল হাসান হত্যাসহ দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিবার্তা/মনির/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]