পাবনায় জিংক ধানের বীজ বিতরণ ও প্রশিক্ষণ প্রদান
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ১৯:২০
পাবনায় জিংক ধানের বীজ বিতরণ ও প্রশিক্ষণ প্রদান
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাবনায় বিনামূল্যে নতুন জাতের উন্নত মানের ধানের বীজ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে বীজ বিপণন ও ধান উৎপাদনের উপর কৃষকদের বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।


৫ নভেম্বর, মঙ্গলবার বেলা ১১টার দিকে পাবনা সদর উপজেলা কৃষি অফিসের মিলনায়তনে এই বীজ বিতরণ ও কৃষক প্রশিক্ষণ প্রদান করা হয়।


এতে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, পাবনার উপপরিচালক কৃষিবিদ ড. মো. জামাল উদ্দীন।


স্কেলিং বায়োফর্টিফাইড ক্রপ প্রজেক্ট-আইএফপিআরআই হারভেস্টপ্লাসের বীজ নিয়ে তথ্য তুলে ধরেন হারভেস্টপ্লাস বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর ওয়াহিদুল আমিন ও বিভাগীয় সমন্বয়কারী জাকিউল হাসান।


পাবনা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শৈলেন কুমার পালের পরিচালনায় উপস্থিত ছিলেন পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার সাইফুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. রোকনুজ্জামান, সদর উপজেলা কৃষি অফিসার কুন্তলা ঘোষ, পাবনা কৃষি তথ্য সার্ভিসের সহকারী তথ্য অফিসার খালেদিন আনাম ও হারভেস্টপ্লাস প্রোগ্রামের প্রজেক্ট কো-অর্ডিনেটর সালেহ মো. শিহাব উদ্দিন প্রমুখ।


এতে জেলার বিভিন্ন ইউনিয়নের অর্ধশতাধিক প্রান্তিক কৃষক অংশগ্রহণ করেন।


বিবার্তা/পলাশ/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com