আখাউড়ায় ১৭৫ কেজি জাটকা ও জাল জব্দ
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ১৮:২৪
আখাউড়ায় ১৭৫ কেজি জাটকা ও জাল জব্দ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌর এলাকার বড়বাজারের মৎস্য আড়তে অভিযান চালিয়ে ১৭৫ কেজি জাটকা ও জাল জব্দ করা হয়েছে।


৫ নভেম্বর, মঙ্গলবার সকালে এসব জাটকা জব্দ করা হয়। পরে এসব জাটকা বিভিন্ন মাদরাসায় বিলিয়ে দেওয়া হয়।


একই অভিযানে তিতাস নদে অভিযান চালিয়ে চারটি ভরা জাল ও ২০টি রিং জাল জব্দ ও নদে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা বাঁধ অপসারণ করা হয়। জব্দ করা জালের মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।


উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি অভিযানে নেতৃত্ব দেন।


এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিমসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন। সকাল ছয়টা থেকে বেলা ১১টা নাগাদ এ অভিযান চলে। অভিযান চলাকালে তিতাস নদে বিপুল সংখ্যক জীবন্ত কাঁকড়া ও শামুক অবমুক্ত করা হয়।


বিবার্তা/আকঞ্জি/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com