টাঙ্গাইলে অভিযান পরিচালনা করে জিলাপিতে রং মেশানো, দোকানে মূল্য তালিকা না থাকা, নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় দোকানিদের ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
৫ নভেম্বর, মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বরুহা বাজার ও মির্জাপুর উপজেলায় গোড়াই বাজারে এ অভিযান চলে।
অভিযানের নেতৃত্ব দেন টাঙ্গাইল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত।
অপরদিকে জেলার মির্জাপুর উপজেলায় গোড়াই বাজারের নেতৃত্ব দেন টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সিকদার শাহীনুর আলম।
এসময় সিকদার শাহীনুর আলম বলেন, জেলার মির্জাপুর উপজেলায় গোড়াই বাজারে একটি খাবারের দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে জিলাপি তৈরিতে রং মেশানো হচ্ছে। এছাড়াও দোকানে মূল্য তালিকাসহ সরকারি কোনো আইনের তোয়াক্কা না করে ব্যবসা পরিচালনা করছে। যার কারণে ১০ হাজার টাকা জরিমানা ও আরেকটি মাংসের দোকানে মূল্য তালিকা না থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত বলেন, নিষিদ্ধ পলিথিন ব্যবহারে পরিবেশ আইনে ৬০ কেজি পলিথিন জব্দসহ দুটি দোকানে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সদর উপজেলায় বরুহা বাজারে সেভেন ব্রাদার্স থেকে ৪৮ কেজি পলিথিনসহ ৩ হাজার টাকা। একই বাজারে ফাহিম স্টোর থেকে ১২ কেজি পলিথিনসহ ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বাজারের কয়েকটি দোকানের মালিকদের নিষিদ্ধ পলিথিন যাতে না ব্যবহার করে সে বিষয়ে সতর্ক করা হয়েছে ।
অভিযানে টাঙ্গাইলের পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সজিব কুমার ঘোস ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশেষ টাস্কফোর্সের সদস্য মো. আবু জুবায়ের উজ্জ্বল সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/বাবু/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]