ফেনীর সোনাগাজীতে মায়ের সামনে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। হত্যাচেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
৫ নভেম্বর, মঙ্গলবার সকালে সোনাগাজী পৌর শহরের তাকিয়া রোডে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পৌর শহরের তাকিয়া রোডস্থ মুজাহিদ ষ্টোরে চাকুরি করতেন আবদুর রহমান ওরফে দিপু নামে এক নও-মুসলিম। যিনি ভারতের ত্রিপুরার বাসিন্দা। সম্প্রতি দোকানে লেনদেন নিয়ে মুজাহিদ ষ্টোরের মালিক মুজাহিদুল ইসলামের সাথে বিরোধ হয় কর্মচারী আবদুর রহমানের। বিরোধের জেরে গত ২৯ অক্টোবর দোকানে হামলা চালায় আবদুর রহমান। এতে মুজাহিদ ও তার মা আয়েশা বেগম আহত হয়। এঘটনায় আয়েশা বেগম বাদি হয়ে রহমানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
উক্ত মামলায় ৩১ অক্টোবর গ্রেফতার হন আবদুর রহমান। রবিবার জামিনে মুক্তির পর মামলার করায় মুজাহিদকে হুমকি দেন তিনি। মঙ্গলবার সকালে মুজাহিদ বাড়ি থেকে মায়ের সাথে দোকানে যাওয়ার পথে ওত পেতে থাকা আবদুর রহমান লাঠি-রড দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করে। মুজাহিদের হাত-পা সহ শরীরের ৮টি স্থানে মারাত্মক কাটা-পোলা জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
মুজাহিদের মা আয়েশা বেগম জানান, পাওনা টাকা চাওয়ায় বারবার আমি ও আমার ছেলেকে হত্যার চেষ্টা করছে উন্মাদ আবদুর রহমান। তাকে পেছন থেকে আমাদের পরিবারের প্রতিপক্ষরা সহযোগিতা করছে। তাৎক্ষণিক বিষয়টি সেনাক্যাম্প ও মডেল থানায় অবহিত করেছেন তিনি।
প্রত্যক্ষদর্শী স্থানীয় সাংবাদিক আবদুর রহিম জানান, দিপু ভাই নামে একটি ফেসবুক আইডিতে রহমান নিজেকে ভারতের বিএসএফ’র সদস্য দাবি করেন। তার গতিবিধি আচার-আচরণ সন্দেহজনক মনে হয়। তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
স্থানীয় ব্যবসায়ী শাহ আলম জানান, তাদের বিরোধের কারণে আশপাশের ব্যবসায়ীগণ ক্ষতিগ্রস্ত, আইনশৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করেন তিনি। ঘটনার পর পলাতক হওয়ায় আবদুর রহমানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয় ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নওমুসলিম ভাসমান এই লোকটি চাকুরির সুবাদে মুজাহিদের সাথে পরিচয় হয়। একটি মামলায় সে জেল খাটার পর আরো ক্ষিপ্ত হয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।
বিবার্তা/মনির/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]