সুনামগঞ্জের ধর্মপাশায় পুলিশের বিশেষ অভিযানে দ্বীন ইসলাম (৪৩) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
৪ নভেম্বর, সোমবার দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামের নিজ বসত বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
দ্বীন ইসলাম পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বেখইজোড়া গ্রামের সিরাজ তালুকদারের ছেলে।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দ্বীন ইসলামকে পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসির কাছে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার (৪ সেপ্টেম্বর) সুনামগঞ্জ সদর মডেল থানায় আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে তার নামে মামলা হয়েছিল।
বিবার্তা/শহীদুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]