ব্রাহ্মণবাড়িয়ায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
৫ নভেম্বর, মঙ্গলবার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মিলনায়তনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
ডিকে আইবির রিটার্নিং অফিসার অলিউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সুশান্ত সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিকে আইবির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাবেক সভাপতি মো. বিল্লাল হোসেন খান।
নব নির্বাচিত কমিটির সদস্যদের ফুলের শুভেচ্ছা জানানোর পর ডিকে আইবির রিটার্নিং অফিসার অলিউর রহমান খান কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
উল্লেখ্য, ২৬৫ জন সদস্যের প্রত্যক্ষ ভোটে শনিবার (২ নভেম্বর) পেশাজীবী এই সংগঠনটির ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। নব গঠিত কমিটির সভাপতি পদে ইসমাইল মুন্সি ও সাধারণ সম্পাদক পদে হাদিউল ইসলাম ভুঁইয়া নির্বাচিত হয়েছে।
বিবার্তা/আকঞ্জি/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]