চুয়াডাঙ্গায় সাবেক কাউন্সিলর রবিউল হক সুমনের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে।
সোমবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের আজমপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদ তিতুমীর।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার রাত ৯ টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাউন্সিলর রবিউল হক সুমনের ভাতিজা সাগরের সঙ্গে যুবদলের আরিফের কথা কাটাকাটি হয়। স্থানীয়দের মধ্যস্থতায় বিষয়টি নিষ্পত্তি হয়ে যায়।
পরবর্তীতে রাত সাড়ে ১০টার দিকে আরিফ দলবল নিয়ে কাউন্সিলর সুমনের বাড়ি ভাঙচুর করে। এ সময় তার বাড়িতে অবস্থান করা নারীরা আতঙ্কিত হয়ে পড়ে। ভাঙচুর তাণ্ডবে ভীতি ছড়িয়ে পড়ে এলাকায়।
এ প্রসঙ্গে কাউন্সিলরের ছোট ছেলে শাফায়াত সাব্বির বলেন, রাত সাড়ে ১০টার পর ৫/৬ জন লাঠিসোঁটা নিয়ে আমাদের বাড়ির ভিতরে এসে ভাঙচুর চালায়। এতে করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর জানান, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এখনও কোনো লিখিত অভিযোগ পায়নি। তবে বিষয়টি তদন্ত করছি।
বিবার্তা/সাঈদ/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]