খাগড়াছড়িতে ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ১৭:২৮
খাগড়াছড়িতে ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঘটনাটি গত শনিবার রাত সাড়ে ১০টার। খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বেতছড়ি এলাকার মো. কোরবান আলী (৪৫) নামক এক রোগীকে বুকে ব্যথাজনিত কারণে তার স্বজনরা নিয়ে আসেন দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।


দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল উপ-সহাকারী অফিসার সুগত চাকমা রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীকে ইসিজি করার পরামর্শ প্রদান দেন। অটো গাড়ি যোগে বোয়ালখালী বাজারের উদ্দেশ্যে রওনা করেন রোগীর স্বজনরা। রাস্তায় রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে তাকে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই নিয়ে আসলে মেডিকেল অ্যাসিস্টেন্ট পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।


ভুল চিকিৎসার কারণে রোগী মারা গেছে বলে হাসপাতালের ডাক্তারকে দোষারোপ করে রোগীর আত্মীয় স্বজনরা। মৃত কোরবান আলীর বড় ভাই মো. মাহতাব খাঁ জানান, আমার ছোট ভাই কোরবান আলী রাত পেটে প্রচণ্ড ব্যথা অনুভূতি হয়। দ্রুত হাসপাতালে নিয়ে আসি ডাক্তার তাকে হার্টের ঔষধ খাইয়ে দেয়। পরে ইসিজি কারার জন্য বোয়ালখালী ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার পথে অবস্থা আশঙ্কাজনক দেখে আবার হাসপাতালে নিয়ে এলে ডাক্তার ত্রিলোক চাকমা পরীক্ষা নিরীক্ষা করে ভাইকে মৃত ঘোষণা করেন।


দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্স-এর আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ত্রিলোক চাকমা জানান, কোরবান আলী পেটে ব্যাথায় ওঠায় স্থানীয় ফামের্সী থেকে ঔষধ খাইয়েছে। আমার কাছে সেই ঔষধদের স্লিপ দেখিয়েছে। পেটে ব্যথা না কমায় তাকে হাসপাতালে নিয়ে আসে, হার্ট এ্যাটাক-এর ঔষধ খাইয়ে দেই। তাকে দ্রুত ইসিজি করতে ডায়াগনস্টিক সেন্টারে পাঠাই।


পথমধ্য থেকে তাকে আবার আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। চেক করে দেখি মারা গেছে। আমাদের হাসপাতালে রোগীকে কোন ধরনের অবহেলা করা হয় নাই। হার্ট এ্যাটার্ক-এর রোগীকে কালক্ষেপন করে হাসপাতালে নিয়ে আসলে মৃত্যু ঝুঁকি বেশি থাকে।


দীঘিনালা থানা অফিসার ইনচার্জ মো. জাকারিয়া বলেন, ভুল চিকিৎসার কারণে রোগী মারা গেছে বলে আত্মীয় স্বজনরা হাসপাতালের ডাক্তারকে দোষারোপ করলে রোগীর আত্মীয়-স্বজন ও মেডিকেল অ্যাসিস্টেন্টদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। সংবাদ পেয়ে আমি অফিসার ও ফোর্সসহ দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ পৌঁছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। মৃতের আত্মীয় স্বজনকে সান্ত্বন দেই। পরবর্তীতে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর সরকারি অ্যাম্বুলেন্স যোগে পুলিশ প্রহরায় মৃত মো. কোরবান আলী (৪৫) কে বেতছড়িতে তার নিজ বাড়িতে আত্মীয়-স্বজনের জিম্মায় প্রদান করা হয়।


বিবার্তা/আল-মামুন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com