রামগড়ে ৫০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ১৭:২৩
রামগড়ে ৫০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খাগড়াছড়ির রামগড়ে ৫০০ ইয়াবাসহ মো. শাহাবুদ্দিন (৪২) নামে এক মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।


রবিবার (৩ নভেম্বর) রাতে রামগড় পৌরসভার ডেবারপাড় পার্ক রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৪ নভেম্বর) তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


গ্রেপ্তারকৃত মো. শাহাবুদ্দিন রামগড় পৌরসভার ৫ নং ওয়ার্ড চৌধুরীপাড়া গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০টি ইয়াবা উদ্ধার করে পুলিশ।


রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে তাকে সোমবার খাগড়াছড়ি আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


বিবার্তা/আল-মামুন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com