প্রথমবারের মতো বান্দরবান জেলার লামা উপজেলায় পরিবেশের জন্য ক্ষতিকর তামাক চাষের বিকল্প ফসল আবাদে ১৪০জন কৃষকের মাঝে বিনামূল্যে চীনা বাদাম ও ভুট্টা বীজ বিতরণ করা হয়েছে।
এর মধ্যে প্রতিজন কৃষককে ১ কেজি হারে মোট ৮০জনকে ৯৬০ কেজি চীনা বাদাম ও প্রতিজন কৃষককে ২ কেজি হারে মোট ৬০জনকে ১২০ কেজি ভুট্টা বীজ দেওয়া হয়। সেই সাথে দেওয়া হয় দুই প্রকারের সার, তিন প্রকারের বালাই নাশক ও আন্ত পরিচর্যার জন্য ১ হাজার টাকাও।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও বান্দরবান জেলা পরিষদ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় রবিবার (৩ নভেম্বর) দুপুরে রবি মৌসুমের এ বীজ বিতরণ উদ্ভোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।
এ সময় কৃষি কর্মকর্তা আশ্রাফুজ্জামান, মৎস্য কর্মকর্তা আব্দুল্লা হিল মারুফ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অভিজিত বড়–য়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কৃষি কর্মকর্তা আশ্রাফুজ্জামান বলেন, তামাকের কারণে পরিবেশের ক্ষতি সহ মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়।
এর পাশাপাশি তামাক চুল্লীর জ্বালানী হিসেবে আগুনে পোড়াতে হয় বনাঞ্চলের গাছপালা। তায় এতদিন শুধু কৃষি অধিদপ্তর শুধু কৃষকদের সচেতন করে আসছিল।
এখন সচেতনতার পাশাপাশি তামাককে না করে, তামাক চাষ থেকে ফেরাতে কৃষকদের মাধ্যমে তামাকের বিকল্প চাষ চীনা বাদাম ও ভুট্টা চাষের উদ্যোগ নিয়েছে সরকার।
বিবার্তা/আরমান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]