বাপসা'র মানববন্ধনে শ্রমিকদলের হামলা, সাংবাদিকসহ আহত ১০
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ২০:২২
বাপসা'র মানববন্ধনে শ্রমিকদলের হামলা, সাংবাদিকসহ আহত ১০
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন ফেনী জেলা শাখার মানববন্ধন চলাকালে শ্রমিকদল নেতা মোকসেদুল আলম টিপুর নেতৃত্বে হামলার ঘটনায় ঘটেছে।


৩ নভেম্বর, রবিবার বিকেলে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। শহীদ মিনার এলাকায় পুলিশের একটি টহলদল তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


জানা গেছে, বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন ফেনী জেলা কমিটির সভাপতি নাছির উদ্দিন লিটনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক রবিবার বিকেলে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট ফরিদ উদ্দিন খাঁন নয়ন বক্তব্য চলাকালে হামলা করে ফেনী সদর উপজেলা শ্রমিকদল নেতাকর্মীরা।


হামলায় নেতৃত্ব দেন, ফেনী সদর উপজেলা শ্রমিকদল সভাপতি মোকসেদুল আলম টিপু, মোটবী ইউনিয়ন যুবদল নেতা মহি উদ্দিন মতিন, শ্রমিক দল নেতা আবদুল কাদের, আবদুর রউপ বাদল, মফিজ, এম. হানিফসহ অজ্ঞাতনামা ২৫/৩০ জন । হামলাকারীরা ব্যানার ছিনিয়ে নিয়ে বাপশার নেতাকর্মী ও কর্মরত ৫জন সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নিয়ে লাঞ্চিত করে। এতে মোটবী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনসহ ১০ জন আহত হয়।


জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট ফরিদ উদ্দিন খাঁন নয়ন জানান, মানববন্ধনে আমি বক্তব্য দেয়ার সময় শ্রমিকদল নেতা টিপুর নেতৃত্বে বাপসা'র সদস্য ও সাংবাদিকদের ওপর হামলা করা হয়। হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবী করেন তিনি। সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি অস্বীকার করেছে ফেনী সদর উপজেলা শ্রমিকদল সভাপতি মোকসেদুল আলম টিপু।


ফেনী মডেল থানার ওসি মর্ম শিংহ ত্রিপুরা জানান, মানববন্ধনে হামলার বিষয়টি শুনেছি। তাৎক্ষণিকভাবে পুলিশ উভয় পক্ষকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে।


বিবার্তা/মনির/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com