ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তুচ্ছ ঘটনার জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু’পক্ষের দাবি অনুযায়ি নয়জন আহত হয়েছেন। এ ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। একটি মামলা দায়েরের একদিন পর আরেকটি মামলা দায়ের হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৩০ অক্টোবর উপজেলার কুড়িপাইকা গ্রামে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় ১ নভেম্বর রাতে মামলা দায়ের করেন বিজিবির অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল গণি শিকদার। মামলায় ওই এলাকার আমিন শিকদার, ছাত্রলীগ নেতা নিয়ামত শিকদার, সারোয়ার সিকদার, রানা সিকদারসহ আটজনের নাম উল্লেখ করা হয়। একই ঘটনার জেরে পরের দিন ওই মামলার প্রধান আসামী আমিনুল ইসলামের স্ত্রী খায়রুন্নেছা সিকদার আশা আরেকটি মামলা দায়ের করেন।
মামলায় প্রতিপক্ষের লোকজনকে আসামী করা হয়। তবে গণি সিকদারের ছেলে তানভীর সিকদার দাবি করেন, তাদের বাড়িতে ঢুকে প্রতিপক্ষ হামলা করেছে। বিষয়টি ধামাচাপা দিতে পরে মিথ্যা মামলা দায়ের করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হাসিম জানান, অভিযোগ অনুযায়ী একটি পক্ষে দুইজন ও আরেক পক্ষে সাতজন আহত হয়। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/আকঞ্জি/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]