নরসিংদীতে ছেলের সামনে ট্রেনে কাটা পড়ে বাবার মৃত্যু
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ১৮:১৮
নরসিংদীতে ছেলের সামনে ট্রেনে কাটা পড়ে বাবার মৃত্যু
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীর ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে মনসুর মিয়া (৫৫) নামে এক রেলওয়ে শ্রমিকের মৃত্যু হয়েছে।


৩ নভেম্বর, রবিবার সকালে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের ঘোড়াশাল রেল ব্রিজে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে একদল শ্রমিক ঘোড়াশাল এলাকার রেললাইন মেরামতের কাজ করে আসছিল। এরই ধারাবাহিকতায় সকালে মনসুর, তার ছেলেসহ তিনজন শ্রমিক ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশন এলাকায় পুরাতন লাইনের ব্রিজে কাজ করছিল। সকাল সোয়া নয়টার দিকে ঢাকা অভিমুখী এগারসিন্দুর প্রভাতী ট্রেনটি আসতে দেখেন তারা। পরে তারা তিনজনই ব্রিজ পার হতে দৌঁড়াতে থাকেন।


এক পর্যায়ে একটু সামনে এসে ব্রিজের রেললাইনের পাশে থাকা নিরাপদ চৌকিতে দুইজন অবস্থান করতে পারলেও ছেলের সামনে মনসুর ওই ট্রেনের নিচে কাটা পড়ে তিন খণ্ড হয়ে ব্রিজের নিচে পড়ে যায়। চোখের সামনে এ ঘটনা দেখে ছেলেসহ সাথের জনও নিরাপত্তা চৌকিতে অজ্ঞান হয়ে পড়েন। পরে অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে নিয়ে আসেন।


নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল্লাহ্ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার কাজ চলছে। পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/কামরুল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com