পার্বত্য শান্তি চুক্তির যথাযথ বাস্তবায়নসহ ৮ দফা দাবি জানিয়েছে দেশের হিন্দু-বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ সংগঠন 'সংখ্যালঘু ঐক্যমোর্চা'।
শনিবার (২ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর শ্যামসুন্দর মন্দির থেকে থানা রোড হয়ে উত্তর তেমনি প্রেস ক্লাবের সামনে সংখ্যালঘু ঐক্য মোর্চার পক্ষ থেকে সমাবেশ ও মিছিল শেষে এ দাবি জানায়।
সমাবেশে সংখ্যালঘুদের সুরক্ষায় বর্তমান অন্তর্বর্তী সরকারকে যথাযথ পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয়।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রানা দাশগুপ্তর বিরুদ্ধে করা হত্যা মামলা এবং ইসকনের চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর বিরুদ্ধে হওয়া রাষ্ট্রদ্রোহিতার মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের লক্ষ্মীপুরের জেলা সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিলন মন্ডল, সহ-সভাপতি অ্যাডভোকেট শৈবাল কান্তি সাহা,
লক্ষ্মীপুর পূজা উদ্যাপন পরিষদের, সভাপতি স্বপন দেবনাথ, মহিলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বানু নাগ, রামগঞ্জ হিন্দি -বৌদ্ধ -খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব সাহা, লক্ষ্মীপুর জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজ বিজয় চক্রবর্তী।
বিবার্তা/সুমন/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]