বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ রাজপুত্র সাচিংপ্রু জেরী বলেছেন, আওয়ামী লীগ সরকার ভোট চোর। এ সরকার মানুষের ভোটাধিকারসহ সব অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বান্দরবান জেলার লামা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ২ নভেম্বর, শনিবার সন্ধ্যায় আয়োজিত এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
লামা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন রফিকের সভাপতিত্বে ও সদস্য সচিব সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো. ওসমান গণি, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রবিউল হোসেন ভুইয়া, সভাপতি মো. আমির হোসেন ও সাধারণ সম্পাদক থোয়াইনু অং চৌধুরী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আবু তাহের, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রশিদ, জেলা ছাত্রদলের দলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মিঠুন, মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি উম্মে কুলসুম লিনা, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি হ্লাগ্যচিং মারমা ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান আকবর মোমিন প্রমুখ।
বিবার্তা/আরমান/রোমেল/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]