ফেনীর ফুলগাজীতে যুবলীগ নেতা বিমল চক্রবর্তী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জসিম উদ্দিন বলি (৪৭) কে ২৭ বছর পর গ্রেফতার করেছে র্যাব-৭।
২ নভেম্বর, শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ফুলগাজী থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ।
সে উপজেলার পূর্ব বশিকপুর গ্রামের আবদুল হকের ছেলে।
র্যাব-৭, মিডিয়া উইং জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১ নভেম্বর (শুক্রবার) জিএম হাট বাজার এলাকায় অভিযান চালিয়ে জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। সে ফুলগাজীর জিএম হাট ইউনিয়ন যুবলীগ নেতা বিমল চক্রবর্তী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। মামলা হওয়ার পর থেকে দীর্ঘ ২৭ বছর তিনি পলাতক ছিলেন।
উল্লেখ্য, ১৯৯৭ সালের ২৯ অক্টোবর প্রকাশ্য দিবালোকে যুবলীগ নেতা বিমল চক্রবর্তীকে কুপিয়ে হত্যা করে তৎকালীন যুবদল নেতা জসিম উদ্দিন বলি ও তার সহযোগী নিজাম উদ্দিন ওরপে নিজাম ডাকাত। এ ঘটনায় ওইদিন নিহতের ভাই উপজেলা আওয়ামী লীগ নেতা পরিমল চক্রবর্তী বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় ২০০০ সালে জড়িতদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন ফেনী জেলা ও দায়রা জর্জ আদালত।
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]