গোপালগঞ্জের কাশিয়ানীতে ৬ বোতল বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ।
১২ অক্টোবর, শনিবার বেলা ১২ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার বরাশুর নামক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কাশিয়ানী সদর ইউনিয়নের পূর্ব বরাশুর গ্রামের পরিমল ঠিকাদারের ছেলে বলয় ঠিকাদার (১৮), বোয়ালমারীর রুপাপাত ইউনিয়নের কদমী গ্রামের সাধন মণ্ডলের ছেলে সজল মণ্ডল (২০) ও রুপাপাত ইউনিয়নের পূর্ব মোড়া গ্রামের পঙ্কজ মণ্ডলের ছেলে চয়ন মন্ডল (১৮)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম মজুমদার জানান, ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার বরাশুর নামক এলাকায় চেকপোস্ট বসায় হাইওয়ে পুলিশ। এসময় মোটরসাইকেলে করে তিনজনকে আসতে দেখে সংকেত দিয়ে থামতে বলা হয়। পরে তল্লাশি করে তাদের কাছে থাকা একটি ব্যাগ থেকে ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
মদ থাকার অপরাধে এই ৩ যুবককে আটক করা হয়। আটককৃতদের মাদকদ্রব্য আইনের মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
বিবার্তা/শান্ত/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]