কালিহাতীতে
বাসের ধাক্কায় অটোরিক্সার চালকসহ নিহত ২
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ১৪:০৯
বাসের ধাক্কায় অটোরিক্সার চালকসহ নিহত ২
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় অটোরিক্সা চালকসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিক্সায় থাকা আরও ৬ জন আহত হয়েছে।


শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার সল্লা এলাকায় অরিণ ট্রাভেলস নামক পরিবহনটি একটি অটোরিকশাকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন, অটো চালক মো. শওকত মন্ডল। সে ভূঞাপুরের অলোয়া ইউনিয়নের চেংটাপাড়া এলাকার চান্দু মন্ডলের ছেলে। অপরজন অটোরিক্সার যাত্রী নয়ন চন্দ্র দাস। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকার। নিহত নয়ন পূজা উপলক্ষে তার শ্বশুরবাড়ি সল্লা এলাকায় বেড়াতে এসেছিলেন।


পুলিশ ও নিহতের পরিবার জানায়, নিহত ও আহতরা শুক্রবার সন্ধ্যায় উপজেলার দেউপুর পূজা মণ্ডপ থেকে অটোরিকশাযোগে সল্লা ফিরছিলেন। পথিমধ্যে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী অরিন ট্রাভেলস্ পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকায় থাকা শিশুসহ ৮জন গুরুতর আহত হয়।


পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে নয়ন নামের অটোরিকশার যাত্রীর মৃত্যু হয়। এদিকে, রাত সাড়ে ১০টার দিকে অটোরিক্সার চালক শওকত মন্ডলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।


যমুনা সেতু পূর্ব থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবিদ হোসেন খান জানান, বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। তবে বাসের চালক ও সুপারভাইজার ও হেলপার পালিয়েছে।


বিবার্তা/ইমরুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com