শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে হাকিমপুর হিলি পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরির্দশন ও শুভেচ্ছা বিনিময় করেছেন হাকিমপুর পৌর বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার রাত ৮ টায় বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয় থেকে হাকিমপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক নাজমুল হকের নেতৃত্বে মোটরসাইকেল নিয়ে পৌর এলাকার বিভিন্ন শারদীয় দূর্গা পূজা মন্ডব পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন নেতাকর্মীরা। পরে পূজা পরিদর্শন শেষে আর্থিক সহযোগিতা প্রদান করে।
এসময় হাকিমপুর পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, যুগ্ন সম্পাদক জুয়েল হোসেনসহ, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
হাকিমপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা মোতাবেক হাকিমপুর হিলি পৌব বিএনপি নেতাকর্মীরা প্রতিটা পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করছেন এবং দলীয় সিদ্ধান্তে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসবের সার্বিক নিরাপত্তার জন্য বিএনপির নেতাকর্মীরা পূজা মণ্ডপ পাহারা দিয়ে আসছে। সনাতন ধর্মাবলম্বীদের যে কোন সমস্যায় তাদের পাশে থাকার আহবান জানান নেতারা।
এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীর নেতৃত্বে উপজেলার ২১ টি পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করছেন বিএনপি।
বিবার্তা/রববানী/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]