খাগড়াছড়িতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ হয়েছে ।
৯ অক্টোবর, বুধবার সকালে সনাতন সমাজ কল্যাণ পরিষদ খাগড়াছড়ি সদর উপজেলার আয়োজনে লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গণে এই আয়োজন করে।
খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদের সদর উপজেলা কমিটির সুজিত দাশ সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো: আমান হাসান।
আমান হাসান বলেন, সুন্দর মানসিকতায় শান্তি ফিরবে পাহাড়ে। আমরা সকলে মিলেমিশে সহাবস্থান সৃষ্টি করলে এখানে নিজেদের শান্তি-সম্প্রীতি অটুট রাখা সম্ভব।
তিনি আরও বলেন, শারদীয় দুর্গোৎসব সবার। সকল জাতি ধর্মের মানুষ মেলবন্ধনে পাহাড়ের শান্তির স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব।
বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি সদর (৩০ বীর) জোন অধিনায়ক লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল ও খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার জিটু।
খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নির্মল কান্তি দাশ, সনাতন সমাজ কল্যাণ পরিষদ সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও উপদেষ্টা নির্মল দেব, খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি সদস্য সচিব অশোক মজুমদারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা এতে বক্তব্য রাখেন।
খাগড়াছড়ির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথি শুভেচ্ছা উপহার তুলে দেন। একই সময় মন্দিরের সার্বিক খোঁজ খবর নেন। লায়ন্স চক্ষু হাসপাতালের চট্টগ্রাম খাগড়াছড়ি চক্ষু হাসপাতালর সহযোগিতায় অসংখ্য রোগী এতে চিকিৎসা নেন।
বিবার্তা/মামুন/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]