
নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার মসলা পট্টিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
এর আগে রবিবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্লাস্টিকের দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই তা আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থলে এসে তারা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
তারা আরও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন জানান, আগুনের খবর পেয়ে মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। এতে ফায়ার সার্ভিসের একজন কর্মী আহত হয়েছেন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]