বাগেরহাটের মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ অক্টোবর, শনিবার সকালে নির্বাহী কর্মকর্তা মো. বদরুদ্দোজা এর নেতৃত্বে একটি র্যালি উপজেলা পরিষদ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
‘শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার’ এ প্রতিপাদ্য বিষয়ের ওপর অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. ছবীর আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল ও জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহাদাত হোসাইন।
অনুষ্ঠানে বিএনপি নেতা মো. গিয়াস উদ্দিন তালুকদার, অধ্যক্ষ ড. মো. রুহুল আমীন, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম, অধ্যক্ষ আব্দুল আলীম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, প্রধান শিক্ষক মো. ইউনুস আলী আকন, মো. জাকির হোসেন, মো. নুরুজ্জামান, মো. বেলায়েত হোসেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহানা রিয়া ও মো. হারুন অর রশিদ আলোচনা করেন।
আলোচনা শেষে শিক্ষক সমাজ, দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিবার্তা/রাজু/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]