খাগড়াছড়িতে মোটরসাইকেল চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৪ টার পর খাগড়াছড়ির ০৬ নং সদরস্থ নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের মো. মামুন (৩০)। জানা গেছে, তিনি খাগড়াছড়ি সদরের শালবন মধ্য পাড়ার বাসিন্দা মৃত নূর নবীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৪ টার পর স্থানীয় এক ব্যাক্তির মোটরসাইকেল চুরিতে গিয়ে ধরা পরে স্থানীয় লোকজনের হাতে পড়ে গণপিটুনির শিকার হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু ঘটে।
এ বিষয়ে জানতে খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রিপল বাপ্পীকে কল দিলেও তাকে পাওয়া যায়নি।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুল বাতেন মৃধা জানান, মোটরসাইকেল চুরি করে পালানোর সময় বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা লাগে। হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু ঘটে। তবে গণপিটুনির বিষয়টি জানা নেই বলে তিনি জানান।
বিবার্তা/আল-মামুন/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]