ময়মনসিংহের ভালুকায় উপজেলার ভরাডোবা ইউনিয়নে খোকন হোসেন ঢালীর পেঁপে বাগানের শতাধিক গাছ দুর্বৃত্তরা কেটে ফেলেছে।
১৬ সেপ্টেম্বর, সোমবার রাতে কাটা হয় ওই গাছগুলো।
বাগান মালিক খোকন হোসেন ঢালী জানান, আমার প্রায় শতাধিক পেঁপে গাছ কেটে ফেলেছে এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন আমার ফিশারির মাছ মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে, পাহারাদারকে হুমকি দেওয়া হচ্ছে।
খামারের পাহারাদার জানান, শেষ রাতে মানুষের শব্দ পেয়ে আমি তাৎক্ষণিক সজাগ হয় বের হয়ে দেখি ফিশারির পাড়ে লাগানো সব পেঁপে গাছ কেটে চলে গেছে দুর্বৃত্তরা।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল হোসেন আকন্দ জানান লিখিত অভিযোগ পাইনি পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/সাজ্জাদুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]