রাজশাহীর সেই যুবলীগ নেতা রিমান্ডে
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৭
রাজশাহীর সেই যুবলীগ নেতা রিমান্ডে
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীতে বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হাতে দুই পিস্তল নিয়ে গুলিবর্ষণকারী যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ১৫ সেপ্টেম্বর, রোববার দুপুরে রাজশাহীর মেট্টোপলিটন আদালত-১ এর বিচারক ফয়সাল তারেক এ আদেশ দেন।


বোয়ালিয়া মডেল থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, রুবেলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিজ্ঞ বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


এর আগে শুক্রবার কুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেফতার করে র‌্যাব। শনিবার রাতে তাকে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় সোপার্দ করা হয়। তাকে দুটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান ওসি।


৫ আগস্ট দুপুরে রাজশাহীর আলুপট্টি এলাকায় ছাত্র-জনতার ওপর গুলি চালায় রুবেলসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওইদিন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় ২ শিক্ষার্থী। এ ঘটনায় রুবেলসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে এরই মধ্যে হত্যাসহ একাধিক মামলা দায়ের করা হয়েছে।


রুবেল রাজশাহী মহানগর যুবলীগের সদস্য। সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীও ছিলেন তিনি। তার বাড়ি নগরের চণ্ডিপুর এলাকায়।


বিবার্তা/মোস্তাফিজুর/রোমেল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com