টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে জিহাদ (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৫ সেপ্টেম্বর, রবিবার দুপুরে উপজেলার এলেঙ্গা সুপার মার্কেটের পিছনে পরিত্যক্ত ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কিশোর এলেঙ্গা পৌরসভার চেঁচুয়া গ্রামের তুলা মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিন দিন ধরে নিখোঁজ ছিল জিহাদ, আজ বেলা ১২ টার দিকে প্রকৃতির ডাকে সারাদিতে একজন কর্মচারী মার্কেটের পিছনে গেলে জিহাদের মরদেহ দেখতে পান। পরে মার্কেটের অন্যান্য লোকজনকে বললে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় কালিহাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, খবর পেয়ে পরিত্যক্ত একটি ডোবা থেকে কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তদন্ত শেষে প্রকৃত রহস্য জানা যাবে।
বিবার্তা/ইমরুল/জেনি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]