ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চুরির অপবাদ সইতে না পেরে রনি মিয়া (২৫) নামে এক যুবক ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে আখাউড়া রেলওয়ে থানাধীন আখাউড়া-আজমপুর মধ্যবর্তী রেললাইনে এই ঘটনা ঘটে। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানার পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
নিহত রনি মিয়া আখাউড়া পৌরসভার দুর্গাপুর গ্রামের মজিবুর মিয়ার ছেলে। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও রনির পরিবার জানান, গত ৩ মাস আগে একটি মোবাইল চুরি ঘটনার পর ৯ সেপ্টেম্বর সাইফুল ও রনিকে আটক করে মোবাইলটি উদ্ধার করে স্থানীয়রা। এ বিষয় নিয়ে গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুর্গাপুর গ্রামের স্থানীয় মুরুব্বিরা সাইফুল ও রনি দু'জনকে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করেন। রনি চুরির অপবাদ সইতে না পেরে শনিবার সকালে আখাউড়া-আজমপুর মধ্যবর্তী রেললাইনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। পরে রেলওয়ে পুলিশ রনির মরদেহ উদ্ধার করেন৷
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক যুবক ট্রেনে নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করেছি৷
বিবার্তা/নিয়ামুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]